পিতা: মরহম আলহাজ্ব আবদুল করিম মুন্সী। ভৈরবপুর দক্ষিণপাড়ার হাজী আবদুল করিম মুন্সীর বাড়ি। জন্ম ১৯১৯ সালে, মৃত্যু ২৮ এপ্রিল ২০০৩। আজীবন সদস্য- ভৈরব প্রেস ক্লাব, নাটাব, রেডক্রস বাংলাদেশ গর্ভনিং বডির। সদস্য- হাজী আসমত কলেজ (৩বার), ভৈরব কে.বি পাইলট হাই স্কুল (৭বার), ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (৪বার), ভৈরব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩বার) এবং ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সরকারী মোতাওয়াঈ মৃত্যুর আগ পর্যন্ত।